করোনামুক্ত হলেন নজরুল ইসলাম খান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০২০
ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান করোনামুক্ত হয়েছেন। রোববার (১৩ ডিসেম্বর) সকালে তার করোনা রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।

এদিন বেলা পৌনে ১২টায় নজরুল ইসলাম খান নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে নেগেটিভ রিপোর্ট পেলাম। চিকিৎসককে বলেছি যত দ্রুত সম্ভব আমাকে ছাড়পত্র দিলে বাসায় যাব।

গত ৩০ নভেম্বর বিকালে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। সেদিনই সন্ধ্যায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন।

চিকিৎসকের ছাড়পত্র পেলে ২/১ দিনের মধ্যে বাসায় ফিরবেন বলেও জানান তিনি। একইসঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় রেস্টে থাকবেন।

কেএইচ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।