করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে বিএনপির সেলিমা রহমান
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
বৃহস্পতিবার (১১ মার্চ) তার করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, আজ (১১ মার্চ) বিকেলে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান করোনা আক্রান্ত হওয়ার পর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন তিনি।
কেএইচ/এআরএ