খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৩ এপ্রিল ২০২১

ঢাকা-১৮ আসনের অন্তর্গত সাতটি থানার বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়া ও অসুস্থ অন্য নেতাদের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

মঙ্গলবার অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন সাগর, সাধারণ সম্পাদক কমিশনার আলী আকবর আলী, খিলক্ষেত থানার সভাপতি এসএম ফজলুল হক, সাধারণ সম্পাদক সোরহাব খান স্বপন, উত্তরা পশ্চিম থানার আহ্বায়ক আফাজ উদ্দিন, সদস্য সচিব আজমল হুদা মিঠু, তুরাগ থানার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বিমানবন্দর থানার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম আতিক, উত্তরা পূর্বথানার সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এস আই টুটুলসহ অঙ্গ সংগঠনের নেতারা।

দোয়া মাহফিলে জিয়াউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।

কেএইচ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।