আওয়ামী লীগের সহযোগিতায় হাজারীবাগে মাস্ক বিতরণ
চৈত্র সংক্রান্তি উপলক্ষে ‘করোনাভাইরাস থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করুন’ স্লোগানকে সামনে রেখে মাস্ক বিরতণ ও প্রতীকী ঘুড়ি উড়ানো ও লাটিম খেলার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজধানীর হাজারীবাগে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সহযোগিতায় ঢাকাবাসীর উদ্যোগে এই আয়োজন করা হয়।
ঢাকাবাসীর আজীবন সদস্য ইকো মটরস অ্যান্ড ব্যাটারি লিমিটেডের চেয়ারম্যান কাজী জসিমুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অংশ নেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম, ঢাকাবাসীর সভাপতি মো. শুক্কুর সালেক, মহাসচিব শেখ খোদাবকস, খন্দকার ওয়াদুল করিম বাপ্পী, আসাদ, শাহীন পারভীন, লুৎফর আহসান বাবু প্রমুখ।
এতে অংশ নিয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, করোনা মহামারির কারণে অত্যন্ত কঠিন সময় পার করছি। প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু, অনুভব করছি প্রিয়জন হারানোর তীব্র ব্যথা। পরিস্থিতি মোকাবিলায় সরকার লকডাউন ঘোষণা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং স্রষ্টার অপার কৃপায় নিশ্চয়ই আমরা সবাই এ সংকট কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ।
এসইউজে/এআরএ/এএসএম