সস্ত্রীক টিকার দ্বিতীয় ডোজ নিলেন মির্জা আব্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২২ এপ্রিল ২০২১

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মির্জা আব্বাসের সহকারী সোহেল এ তথ্য জানিয়েছেন।

সোহেল বলেন, ‘বৃহস্পতিবার (২২ এপ্রিল) মির্জা আব্বাস এবং তার স্ত্রী আফরোজা আব্বাস টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

এর আগে গত বছরের ৩ নভেম্বর তাদের করোনা পরীক্ষার ফল পজিটিভি আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা বাসায় আইসোলেশনে ছিলেন।

কেএইচ/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।