সস্ত্রীক টিকার দ্বিতীয় ডোজ নিলেন মির্জা আব্বাস
করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মির্জা আব্বাসের সহকারী সোহেল এ তথ্য জানিয়েছেন।
সোহেল বলেন, ‘বৃহস্পতিবার (২২ এপ্রিল) মির্জা আব্বাস এবং তার স্ত্রী আফরোজা আব্বাস টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
এর আগে গত বছরের ৩ নভেম্বর তাদের করোনা পরীক্ষার ফল পজিটিভি আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা বাসায় আইসোলেশনে ছিলেন।
কেএইচ/ইএ/এএসএম