গণটিকা বন্ধ না করে আরও জোরদারের আহ্বান জি এম কাদেরের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২৪ আগস্ট ২০২১
ফাইল ছবি

দেশে গণটিকা কর্মসূচি বন্ধ না করে আরও জোরদারের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে টিকা আমদানি করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে আট কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। কিন্তু করোনা প্রতিরোধে গণটিকা কর্মসূচি আর হচ্ছে না, স্বাস্থ্যমন্ত্রীর এমন ঘোষণায় হতাশা ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে।

জি এম কাদের বলেন, গণটিকা কর্মসূচিতে বিশৃঙ্খল পরিবেশ ছিল কিন্তু প্রতিদিন লাখ লাখ মানুষ টিকা পেয়েছে। সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করে আবারও গণটিকা কার্মসূচি চালু করতে হবে।

তিনি আরও বলেন, গণটিকা কর্মসূচি বাস্তবায়ন করে সারা পৃথিবী যখন জীবনযাত্রা স্বাভাবিক করে ফেলেছে, তখন বাংলাদেশের নাম টিকা প্রয়োগে পিছিয়ে পড়া দেশের তালিকায়।

বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, দুঃখজনক সত্য হচ্ছে এশিয়ার মধ্যেও করোনা টিকা প্রয়োগে বাংলাদেশ পিছিয়ে। তাই করোনা প্রতিরোধে গণটিকা কর্মসূচির বিকল্প নেই।

এসএম/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।