‘লবিস্ট নিয়োগ করে ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২
ওলামা সমাজের প্রতিবাদ সভা

লবিস্ট ফার্ম নিয়োগ করে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে বলে জানিয়েছে সম্মিলিত ওলামা সমাজ। সোমবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সভায় সংগঠনের নেতারা এ মন্তব্য করেন। দেশবিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের প্রতিবাদে এ সভার আয়োজন করেন তারা।

তারা বলেন, দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও দেশের টাকা পাচার করে দেশের বাইরে ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত। তারা তদানিন্তন মুনাফিক, ইহুদি ও কাফেরদের উত্তরসূরী।

সভার আহ্বায়ক মাওলানা মো. সাইফুল ইসলাম বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস করার জন্য বিএনপি-জামায়াত দেশের অর্থ বিদেশে পাচার করছে। দেশের বিরুদ্ধে বহির্বিশ্বে নেতিবাচক মানসিকতা তৈরির জন্য ‘লবিস্ট ফার্ম’ নিয়োগ করেছে।

তিনি আরও বলেন, এ দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখগণকে নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাদের মোকাবিলা করতে হবে।

এ সময় সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা সুলাইমান বলেন, দেশ যখন উন্নত দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াত ও তাদের সহযোগী শক্তি বিএনপি দেশকে অস্থিতিশীল ও অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য নেমেছে। দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন ড. মাওলানা আব্দুল মোমিন সিরাজী, আল্লামা আব্দুস সালাম চরণপুরী, আলহাজ সৈয়দ নাসির বিল্লাহ রাব্বানী, মাওলানা মো. জাকির হোসেন, খন্দকার সাইফুল ইসলাম বাগদাদীসহ প্রমুখ।

আরএসএম/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।