সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে: শামা ওবায়েদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ২৬ এপ্রিল ২০২২
ফাইল ছবি

সরকারের সমালোচনা করে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, সরকারের গুম-খুন নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) নয়াপল্টনে শাংরিলা রেস্টুরেন্টে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এদিন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিমদের সঙ্গে এ ইফতার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।

jagonews24

জয়ন্ত কুমার কুণ্ডু বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য কার্যকরী আন্দোলন গড়ে তুলবেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা। জনগণকে সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে এ সরকারকে বিদায় দেওয়া হবে।

আয়োজক সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী নজরুল ইসলাম টিপু, যুবদলের কেন্দ্রীয় নেতা আলী আকবর চুন্নুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য রাখেন।

কেএইচ/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।