সিঙ্গাপুর বানাতে গিয়ে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়েছে: অলি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২
এলডিপির পার্টি অফিসে দলটির নেতারা

মানুষের আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ তিন গুণ বেড়েছে উল্লেখ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের নামে মানুষকে কবর দিয়েছে। বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে গিয়ে মানুষের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর এফডিসি সংলগ্ন এলডিপির পার্টি অফিসে এসব কথা বলেন তিনি।

এলডিপি প্রেসিডেন্ট বলেন, দেশে ১৫ দিন বা এক মাস চলার মতোও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেই। এছাড়া দেশীয় মুদ্রার সংকট সৃষ্টি হয়েছে।

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছে, তাদের লক্ষ্য মানুষের সেবা করা নয়, ধ্বংস করা। তারা এখন ধ্বংসের খেলায় মেতে উঠেছে। যারা তাদের দল করে না, তাদের ‘যেখানে পাও সেখানে ধ্বংস করো’-এটা এখন এই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করে, বিএনপি অফিসে হামলা করে সরকার ১০ তারিখের সমাবেশ পণ্ড করতে চেয়েছিল। তারপরও বিএনপির গণসমাবেশ সফল হয়েছে। লাখ লাখ সাধারণ মানুষ অংশ নিয়েছে। এই গণসমাবেশ প্রমাণ করেছে হামলা-মামলা, গুলি চালিয়েও আন্দোলন দমানো যায় না।

এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, এড. এসএম মোরশেদ, উপদেষ্টা মাহবুবুর রহমান, কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, মুক্তিযোদ্ধা বিষয়কসম্পাদক সাহাদাত হোসেন মানিক, যুববিষয়ক সম্পাদক আমান সোবহান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জসিম, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, ঢাকা মহানগর পূর্ব এলডিপির সভাপতি সোলায়মান প্রমুখ।

কেএইচ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।