গণঅবস্থান সফল করতে নয়াপল্টনে বিএনপিপন্থি আইনজীবীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১১ জানুয়ারি ২০২৩

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপি গণঅবস্থানে যোগ দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা।

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে যোগ দেন আইনজীবীরা।

আরও পড়ুন>> ১৬ জানুয়ারি দেশব্যাপী সমাবেশ-মিছিল করবে বিএনপি

১০ দফা দাবিতে আজ দেশের ১০টি সাংগঠনিক বিভাগীয় শহরে এ অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। এর মধ্যে ঢাকাসহ আট বিভাগীয় শহর রয়েছে। এছাড়া কুমিল্লা ও ফরিদপুরেও এ কর্মসূচি হবে। বেলা ১১টায় শুরু হওয়া কর্মসূচি চলবে বিকেল ৩টা পর্যন্ত।

আরও পড়ুন>> ১১ দলীয় জোটের গণঅবস্থানে নেতাকর্মীর সংখ্যা ৬৫

অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রীম কোর্ট ইউনিনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রীম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী মো. কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জনপ্রিয় সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বিএনপি কার্যারয়ের সামনে অবস্থান নেন।

আরও পড়ুন>> অবস্থান কর্মসূচিতে ৫৪ দল ঘোড়ার ডিম পাড়বে: ওবায়দুল কাদের

এফএইচ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।