সীমান্তে হত্যা-চোরাচালান বন্ধে এনডিবির কাঁটাতার মিছিল-সমাবেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩
ছবি: সংগৃহীত

সীমান্তে হত্যা ও মাদকদ্রব্যসহ সব চোরাচালান বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও কাঁটাতার মিছিল করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)। শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। পরে তারা কাঁটাতার মিছিল বের করেন। মিছিলটি বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যানের উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবরের সম্পাদক মো. রেজাউল করিম (নাসির তালুকদার), ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ। এতে সভাপতিত্ব করেন এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদী।

সমাবেশে বক্তারা বলেন, নির্মম হত্যা এবং মাদকদ্রব্যসহ সীমান্তে সব ধরনের চোরাচালান বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে দেশের অর্থনীতি যেমন ধ্বংসের মুখোমুখি হবে, তেমনি সাধারণ মানুষও বিভিন্ন রোগে আক্রান্ত হবে।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, ‘আমাদের বন্ধু দেশের মাদকদ্রব্য দেশে অহরহ আসছে। সেই মাদক সেবন করে অসুস্থ হওয়ার পর আবার চিকিৎসার জন্য বন্ধুদেশেই যেতে হচ্ছে আমাদের। সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নিন।

এসইউজে/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।