ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দেশের বাইরে অবস্থান করায় দলটির গুরুত্বপূর্ণ এ শাখা চলবে ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদক দিয়ে। শনি ও রোববার (৪ ও ৫ ফেব্রুয়ারি) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তার অবর্তমানে দায়িত্ব পালন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল।

রোববার সকালে সংগঠনের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ব্যক্তিগত সফরে দেশের বাইরে যাবেন। তার অবর্তমানে দায়িত্ব পালন করবেন সহ-সভাপতি নুরুল আমিন রুহুল। কিন্তু মন্নাফী কোন দেশে যাবেন, কতদিন থাকবেন বিজ্ঞপ্তিতে তা বলা হয়নি।

এমএমএ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।