তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

বিএনপির শোক পালন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় শোক পালন করছে বিএনপি। এ জন্য পূর্ব নির্ধারিত বৃহস্পতিবারের (৯ ফেব্রুয়ারি) পদযাত্রা স্থগিত করা হয়। একই সঙ্গে ঢাকায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আরও পড়ুন: বাঁচার আশা নিভুনিভু

তিনি জানান, পদযাত্রা স্থগিত করা হলেও ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা এবং ১২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তরের পদযাত্রা কর্মসূচি ঠিক থাকবে।

এসব পদযাত্রা করা হবে গ্যাস-বিদ্যুৎ, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, খালেদা জিয়াসহ সব নেতাকর্মীদের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে।

আরও পড়ুন: সরকার খালেদা জিয়াকে বন্দি রেখে গণতন্ত্রকে বন্দি রেখেছে: ফখরুল

প্রিন্স বলেন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর, জেলা-উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও পাড়া-মহল্লা কমিটির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থকদের পদযাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

কেএইচ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।