কেন্দ্রীয় নেতাদের বরণ করে নিল জবি ছাত্রলীগ


প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া ছাত্রলীগ নেতাদের সংবর্ধনা দিয়ে বরণ করে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ।

"
রোবাবার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান মুখরিত ক্যাম্পাসে ফুলের মালা দিয়ে জবি থেকে স্থান পাওয়া কেন্দ্রীয় নেতাদের বরণ করে নেয়া হয়। এ উপলক্ষে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

"
কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়া নেতারা হলেন সহ-সভাপতি মিজানুর রহমান, তথ্য ও গবেষণা সম্পদক আব্দুল্লাহ আল মামুন, উপ-প্রচার সম্পাদক পদে মাহামুদুল হাসান ইরান, সাইফুল্লাহ সাফী ও এএইচএম তৌফিক সরাফী সেতু, উপ-ধর্মবিষয়ক সম্পাদক পদে মনিরুজ্জামান দীপু, উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক শেখ জসিম উদ্দিন, সহ-সম্পাদক পদে মো. আশরাফুল ইসলাম ও রুহুল আমিন, কার্যনির্বাহী সদস্য শাহিনুল ইসলাম বকুল সরকার ও শিকদার সালাউদ্দীন নাজমুল।

"
সংবর্ধনা শেষে কেন্দ্রীয় নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সঙ্গে দেখা করতে গেলে সেখানে তাদের স্বাগত জানানো হয়। এর আগে কেন্দ্রীয় নেতাদের ফুলের মালা পরিয়ে পুরান ঢাকার বাহদুর শাহ পার্ক, লহ্মীবাজার মোড়, বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন, ভাষা শহীদ রফিক ভবন, বিজ্ঞান ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন প্রদক্ষিণ করানো হয়।

"
এসময় জবি উপাচার্য কেন্দ্রীয় নেতাদের মহান স্বাধীনতার স্বপক্ষে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দেশ মাতৃকার সেবায় নিজেদের নিয়োজিত রাখার জন্য আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান জুয়েল, সুরঞ্জন ঘোষ জহির রায়হান আগুনসহ দুই শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী।

সুব্রত মণ্ডল/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।