নতুন স্লোগান তৈরির আহবান ফখরুলের


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৪

‘গৎ​বাঁধা’ স্লোগান না দিয়ে ৯০ দশকের আদলে হাসিনা বিরোধী নতুন নতুন স্লোগান তৈরি করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এরশাদের আমলের চেয়ে দেশ এখন আরও ভয়াবহ স্বৈরাচারের যাঁতাকলে। হাসিনার বিরুদ্ধে স্লোগান উঠতে হবে। আওয়াজ তুলুন, “নব্য স্বৈরাচার হাসিনা নিপাত যাক।” উত্তর-দক্ষিণ স্লোগান না দিয়ে এ ধরনের স্লোগান দিতে হবে।

তিনি বলেন, একদিনে স্বৈরশাসক এরশাদের পতন হয়নি। দীর্ঘ ৯ বছর সংগ্রাম করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এরশাদের পতন হয়েছে। স্বৈরাচার এরশাদকে বাঁচিয়ে রাখতে আওয়ামী লীগ সভানেত্রী বেইমানী করে নির্বাচনে গিয়েছিলেন। তাঁর সে ঋণ শোধ করতে এরশাদ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, শপথ নিতে হবে, কোনোভাবেই এদের ছাড় দেব না। বাধ্য করব, সবার অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব উন নবী খান প্রমুখ বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।