সংবিধানের দোহাই দিয়ে এবার পার পাবেন না: আমীর খসরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৮ এএম, ৩০ মার্চ ২০২৩

 

আওয়ামী লীগের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে এবার আপনারা পার পাবেন না। সংবিধান আগে হোক পরে হোক সংশোধন হবে। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে।

তিনি বলেন, শেখ হাসিনা আপনার সরকারকে বলছি। সংবিধান আগে সংশোধন করবেন নাকি পরে। তবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। পরবর্তীতে যে সরকার আসবে সেই সংবিধান নিয়ে কাজ করবে।

বুধবার (২৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত ইফতার মাহফিলে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আমীর খসরু বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতা দখল করতে চায়। এ জন্য গুম, খুন ও মিথ্যা মামলা বেড়েছে। বিচারিক ক্ষমতা, মানুষের স্বাধীনতা ও বাকস্বাধীনতা কেড়ে নিচ্ছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার জন্য এসব করছে তারা।

জনগণের ভোট কেড়ে নেওয়ার জন্য সংবিধানের দোহাই দিলে সেটা কি জনগণ মেনে নেবে? বেগম খালেদা জিয়া সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার আনেনি? জনগণের জন্য দেশের জন্য তিনি এনেছেন। যার ফলশ্রুতিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা চারটা নির্বাচন পেয়েছি কোনো প্রশ্ন ওঠেনি।

তিনি বলেন, সংবিধান হচ্ছে বাংলাদেশের মানুষের অধিকারের জন্য। দেশের শান্তির জন্য। দেশের মানুষের সব স্বার্থ সংরক্ষণের জন্য। তাই সংবিধান আগে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করে নির্বাচন দেন। সবকিছু ধ্বংস করে সংবিধানের দোহাই দিয়ে লাভ নেই। সংবিধান সংশোধন করতেই হবে।

ইফতার মাহফিলে আয়োজক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।