সুষ্ঠু নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই: ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ০১ এপ্রিল ২০২৩

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, যতদিন পর্যন্ত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে না ততদিন পর্যন্ত বিএনপি কোনো নির্বাচনে যাবে না। শুক্রবার (৩১ মার্চ) বিকালে নগরীর ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন ডা. শাহাদাত হোসেন।

তিনি আরও অভিযোগ করে বলেন, সারাদেশে এক লাখ মামলায় প্রায় ৩৫ লাখ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ৬০০ জনের অধিক নেতাকর্মী গুম হয়েছে। প্রতিনিয়ত নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে সাধারণ মানুষ। তিনি দাবি করে বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ-নিদর্লীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, জনগণ সত্য কিছু বললে সাংবাদিকরা লিখতে পারবেন না। সাংবাদিকতার স্বাধীনতা নেই। লিখলেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হচ্ছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, মাংসের দাম বেড়েছে, চালের দাম বেড়েছে, মুরগির দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, পেঁয়াজের দাম বেড়েছে কিন্তু মানুষ তা বলতে পারবে না। এটা বললেই জেলে যেতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব মো. মুসা, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও নগর যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহেদ, সাবেক উপদেষ্টা হাজী নবাব খান। এছাড়া বিএনপি নেতা মো. শাহজাহান, আব্দুস সবুর, মোহাম্মদ আলমগীর, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল সগীর, বিএনপি নেতা রৌশঙ্গীর আমিন, কামরুল ইসলাম, সাইফুল ইসলাম নীরব, মোহাম্মদ জসিম, নগর যুবদলের সহ-সভাপতি মো. ইলিয়াস, সম্পাদক আজিজুল হক মাসুম, আসাদুর রহমান টিপু, যুবদল নেতা ফরহাদ, ফারুক, টিপু, জাবেদ, মোক্তার, বাবুল, গাজী শওকত, মাহবুব, মামুন, আলাউদ্দিন ইফতার সামগ্রী বিতরণের এই আয়োজনে অংশ নেন।

ইকবাল হোসেন/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।