চাঁদপুর-হাইমচরে সুজিত রায় নন্দীর ঈদ শুভেচ্ছা বিনিময়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১১ এএম, ২৪ এপ্রিল ২০২৩

চাঁদপুর-হাইমচরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।

ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) বিকেল থেকে ঈদের পরের দিন রাত পর্যন্ত শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

শুভেচ্ছাকালে সুজিত রায় নন্দী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম রোল মডেল।

jagonews24

তিনি বলেন, আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য। ধর্ম যার যার, উৎসব সবার। সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিতে চাই।

হাইমচরে তেজগাঁও থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. কাদির বেপারীর বাড়িতে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট সালাউদ্দিন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এস এম জয়নাল আবেদীন, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আ. ছাত্তার গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আলী আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আ. মালেক আখন, মফিজুর রহমান আখন,আবুল কাছেম, সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিন মাস্টার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম পাটোয়ারী, হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু সন্তোষ কুমার মজুমদার ডেপুটি কমান্ড হাফিজুর রহমান পাটোয়ারী, সিরাজ পাটোয়ারী প্রমুখ।

এসইউজে/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।