স্বেচ্ছাসেবক দল নেতা ফারুকের মৃত্যুতে দোয়া মাহফিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১০ পিএম, ১৭ মে ২০২৩

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ ফারুকের রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ মে) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় নাঙ্গলকোট উপজেলা পেশাজীবী পরিষদ (ঢাকার) আয়োজনে এ দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, মৎস্যজীবি দলের সদস্য সচিব আব্দুর রহিম, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন ভুমি আপিল বোর্ডের সাবেক সচিব আবু তালেব। মাহফিলে জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও শাহাবুদ্দিন ফারুকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

কেএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।