ধোনি-যুবরাজ-বুমরায় ভরসা শচীনের


প্রকাশিত: ০৪:৪৪ এএম, ১৪ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের খেলা শেষ। মঙ্গলবার (১৫ মার্চ) ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে মূল পর্বের লড়াই। এবারের বিশ্বকাপে সুপার টেনে ওঠা সবকটি দলই বেশ শক্তিশালী। কোন দলকেই তুচ্ছ-তাচ্ছিল্য করার সুযোগ নেই। এমন পরিস্থিতিতে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত দল প্রথমবারের মতো স্বাগতিক দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বদ্ধপরিকর। কারণ সম্প্রতি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে বেশ উজ্জীবিত দলটি। তবে বিপত্তি ঘটিয়েছে তাদের দেশেরই এক জ্যোতিষী। তিনি জানান দিয়েছেন মহেন্দ্র সিং ধোনির ভারতীয় দল ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না।

তবে ভারতের অন্যতম সেরা খেলোয়াড় শচীন টেন্ডুলকারের মতে, ধোনি-যুবরাজ ও তরুণ বোলার বুমরা বিশ্বকাপে জ্বলে উঠতে পারলে দু:শ্চিতার কোন কারণ নেই। কারণ এমনটি ঘটলে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ের সুখস্মৃতি পুনরায় বাস্তবায়িত হবে।

তিনি বলেন, ধোনির যোগ্য নেতৃত্ব দল ধারাবাহিকভাবে ভালো খেলছে। সে নিজেও ব্যাট হাতে যে কোন সময় জ্বলে উঠতে পারে। সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৬ বলে ২২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে সে তা প্রমাণ করেছে।

বুমরা যে কোন সময় খেলার পরিস্থিতি পরিবর্তনে সক্ষম উল্লেখ করে তিনি বলেন, আমি আশা করি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ আসরে বুমরা "গেম চেঞ্জার" এর ভূমিকা পালন করবে।
 
আরএ/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।