সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল, আইসিসিতে ব্যাখ্যা চেয়েছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৬ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে অংশ নিচ্ছে না বাংলাদেশ। এরপর বাংলাদেশের সাংবাদিকদের বিশ্বকাপ কাভার করার অ্যাক্রিডিটেশন বাতিল করে আইসিসি। এটার কারণ জানতে চেয়ে আইসিসিকে মেইল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ (মঙ্গলবার) সিসিডিএম চ্যালেঞ্জ টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনে খেলা দেখতে গিয়ে এটা নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

আমজাদ বলেন, ‘এটা তো গতকাল (সোমবার) সিদ্ধান্তটা এসেছে, এরপর আমরা জানতে চেয়েছি, ব্যাখা চেয়েছি। ওটা ভিতরকার গোপনীয় বিষয় কিন্তু আমরা জানতে চেয়েছি।’

অ্যাক্রিডিটেশন বাতিল করা প্রসঙ্গে তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীদের জন্য এটা গুরুত্বপূর্ণ নয় যে (তার দেশ) অংশ্রগ্রহণ করতেই হবে। (২০১৩) চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ অংশ নেয়নি তারপরও আমাদের সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন কাভার করতে। এছাড়া ফিফা বিশ্বকাপে আমাদের দল কখনো অংশ নেয়নি কিন্তু সাংবাদিকরা নিয়মিত যান কাভার করতে। পূর্ণ সদস্য দেশ হিসেবে এটা (কাভার) করতে পারলে ভালো হতো। কিন্তু এটা তাদের সিদ্ধান্ত, আমাদের আসলেই কিছু করার নেই। তবে আমরা মনে করি আমাদের গণমাধ্যমকর্মীদের সেই সুযোগটা দেওয়া উচিত ছিল। আমরা তৃতীয় সর্বোচ্চ ভিউয়ার, আমরা না খেললেও বিশ্বকাপ তো হচ্ছে। সেক্ষেত্রে আমাদের গণমাধ্যমকর্মীরা সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে পারতেন।’

বিশ্বকাপ না খেলা আর অ্যাক্রিডিটেশন এক বিষয় নয় বলেও মনে করেন আমজাদ। তিনি বলেন, আমরা বিশ্বকাপে শর্ত দিয়েছে নিরাপত্তা ইস্যুতে যে আমরা একটা নির্দিষ্ট ভেন্যুতে (দেশ) খেলতে পারবো না, এমন নয় পুরো বিশ্বকাপেই খেলবো না। আমাদের বিকল্প অনুরোধ ছিল এটা পূর্ণ করা হয়নি। এরপর সেখান থেকে আমরা সরে এসেছি। এর সঙ্গে অন্য কিছু মেলানো ঠিক হবে না।’

এসকেডি/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।