৭ খুন মামলার সাক্ষ্যগ্রহণ চলছে
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে বিজয় পালের মামলায় নিহত অ্যাড. চন্দন সরকারের গাড়ির চালক ইব্রাহিমের ভাই ইউসুফের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়।
এদিকে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেন, তারেক সাঈদসহ ৭ খুন মামলার আসামিদের আদালতে হাজির করা হয়। এর আগে গত বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও আসামি পক্ষের আইনজীবী সময় প্রার্থনা করলে আজ (১৪ মার্চ) সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত।
এদিকে, ৭ খুন মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে আলোচিত এ হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি নূর হোসেন। নূর হোসেনের আইনজীবী অ্যাডভোকেট আর এম লুৎফর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে আগামী সপ্তাহে এ আবেদনের শুনানি হতে পারে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
শাহাদাত হোসেন/এসএস/এমএস