কাওড়াকান্দি ঘাটে ছাত্রলীগ সভাপতি সোহাগকে সংবর্ধনা


প্রকাশিত: ০৮:০৮ এএম, ২০ মার্চ ২০১৬

মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ঘাটে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগকে সংবর্ধনা জানালো শিবচর উপজেলা ছাত্রলীগ। রোববার সকাল ১০টায় সাইফুর রহমান সোহাগের গাড়ি বহর কাওড়াকান্দি ফেরিঘাটে পৌঁছালে করতালি ও স্লোগানে মুখরিত হয়ে উঠে ঘাট এলাকা। এর আগে মুন্সিগঞ্জ ছাত্রলীগ মাওয়া ঘাটে তাকে সংবর্ধনা জানায়। সেখানে এক পথসভায় যোগ দেন ছাত্রলীগ সভাপতি।

সকাল সোয়া ১০ টায় কাওড়াকান্দি ঘাটে ফেরি থেকে নামেন তিনি। এ সময় শিবচর উপজেলা ছাত্রলীগের সভাপতি এনায়েত হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক আকরাম খানসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনকে। এরপর একে একে শিবচর উপজেলা ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ের নেতাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

ফেরিঘাট থেকে রাস্তার দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকে। এ সময় তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে স্থানীয় অনেক ব্যক্তিবর্গও ছাত্রলীগের এ কমিটিকে অভিনন্দন জানায়।

২০১৫ সালের ২৫ জুলাই কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন মাদারীপুরের সন্তান সাইফুর রহমান সোহাগ। সভাপতি নির্বাচিত হওয়ার প্রায় এক বছর পর তিনি নিজ এলাকায় আসলেন।

এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতা-কর্মীরা প্রথমে টুঙ্গীপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কবর জিয়ারত করবেন। পরে বিকেলে মাদারীপুর সদরে এক সংবর্ধনা সভায় যোগ দেবেন।

নাসিরুল হক/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।