দেশে কেউ ভালো নেই: সালাম

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, ‘দেশে কেউ ভালো নেই। ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানের কথা বলে জনগণকে ৮০ টাকা দরে চাল খাওয়ানো হচ্ছে। আগামীতে এরা আবার ক্ষমতায় এলে ১০০ টাকায়ও চাল কেনা যাবে না।’
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে যাত্রাবাড়ী-ডেমরা থানা বিএনপির এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী।
সালাম বলেন, ‘এদের কবল থেকে দেশ বাঁচাতে হবে। আজ বিদ্যুৎ, গ্যাস, পানির হাহাকার। সব জায়গায় চলছে অবাধ লুটপাট।’
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, নগর নেতা সাইদুর রহমান মিন্টু, ফরহাদ হোসেন, আব্দুল হাই পল্লব, জামসেদুল আলন শ্যামল, অধ্যাপক মাহবুবুল আলম, সেলিম রেজা, মো. আনিসুজ্জামান প্রমুখ।
কেএইচ/এমআইএইচএস/এএসএম