শিল্প জোর করে শেখানো যায় না


প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৬ মার্চ ২০১৬

প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক বলেছেন, শিল্প এমন একটা বিষয় যেটা মানুষের অনুভূতি, ভালো লাগা ও ভালোবাসা থেকেই করতে হয়। এই শিল্প জোর করে শেখানো যায় না।

শনিবার বেলা ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চারুকলা অনুষদে ছয় দিনব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

যুদ্ধাপরাধ সম্পর্কে হাসান আজিজুল হক বলেন, যুদ্ধাপরাধীদের মধ্যে বেশ কয়েকজনকে শাস্তি দেয়া হয়েছে। অামরা সব যুদ্ধাপরাধীর শাস্তি দেখতে চাই। কিন্তু চারদিকে জুজুর ভয়। সারা পৃথিবী জুড়ে এই জুজুর ভয় চলছে। কিন্তু বাকি যুদ্ধাপরাধীদের বিচারের মধ্যদিয়ে আমরা দেখাতে চাই আমরাও পারি।

art

তিনি আরো বলেন, আমাদের দুর্ভাগ্য বাংলাদেশ সৃষ্টির সাড়ে তিন বছরের মধ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। ভাবতেই অবাক লাগে হত্যাকারীরা ছিলো বাঙালি। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু হত্যার সময়কালে আমরা অন্যায়কারীদের শাস্তি দিতে পারিনি। কিন্তু বিচার শুরু হয়েছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, চারুকলা অনুষদের সমন্বয়ক অধ্যাপক মোস্তফা শরীফ প্রমুখ।

প্রদর্শনীতে চারুকলা অনুষদভুক্ত তিনটি বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থীর ৪০০ শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীটি ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।

রাশেদ রিন্টু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।