ইউনাইটেড ইসলামী পার্টির অভিযোগ

২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত থাকতে পারেন চরমোনাই পির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০৯ নভেম্বর ২০২৩

বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেছেন, ২৮ অক্টোবর থেকে বিএনপি, জামায়াত ও কিছু দল মহাসমাবেশের নামে জ্বালাও, পোড়াও, পুলিশ হত্যা এবং প্রধান বিচারপতির বাসভবনসহ সন্ত্রাসী কার্যক্রম করছে। তাদের এ সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, চরমোনাই পির বারবার বলে আসছেন, অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন করবেন না। নির্বাচন হতেও দেবেন না। আমরা চরমোনাই পির সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই, সরকার অবৈধ হলে গত জাতীয় নির্বাচনে অংশগ্রহণ কেন করলেন? বরিশাল সিটি নির্বাচনে পির সাহেবের ভাই কেন প্রার্থী হলেন? সে সময়ে বৈধ সরকার ছিল, এখন হঠাৎ করে কেন অবৈধ সরকার হলো?

‘এ সরকার ৬৪ জেলায় ৫৬৪টি মডেল মসজিদ স্থাপন করেছে। সে মসজিদগুলো দেখলে পরান জুড়াইয়া যায়। এ সরকারই ৬৪ জেলায় যেভাবে উন্নয়নমূলক কাজ করেছে, সেটি বাংলাদেশে নজির স্থাপন করেছে।’

মাওলানা মো. ইসমাইল বলেন, আমরা জোর দাবি জানাই, দুর্নীতি দমন কমিশন দ্বারা চরমোনাই পির সাহেবের ব্যাংক অ্যাকাউন্ট তল্লাশি করা হোক। রামপুরার বাড়ি ও চরমোনাইয়ে বিভিন্ন মানুষের জায়গা দখলসহ পরিপূর্ণ তদন্ত দাবি করছি। চরমোনাই পির সাহেবের আলাপ আলোচনায় বোঝা যাচ্ছে, ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা আছে। ২১ আগস্ট গ্রেনেড হামালায় সাজাপ্রাপ্ত আসামি জেলখানায় আছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হোক।

ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান বলেন, অতি দুঃখের বিষয় হলো, গত ২৮ অক্টোবর রাষ্ট্রের একজন পুলিশ কনস্টেবলকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করলো। চরমোনাই পির সাহেব ৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে একটু নিন্দা প্রকাশ করলেন না। আপনার মরহুম পিতাকে যে জামায়াত-শিবির মারধর করেছিল, এ কথাটি আপনি ভুলে গিয়েছেন। সেই জামায়াত শিবিরের সঙ্গে আপনি আজ সুর মিলিয়েছেন। আগামীতে আপনার হুংকার পরিহার করে সঠিক পথে আসার আহ্বান জানাচ্ছি।

আইএইচআর/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।