ঢাকা-৭

বাবার আসন ধরে রাখলেন ছেলে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৪ এএম, ০৮ জানুয়ারি ২০২৪
ছবিতে হাজী সেলিম ও সোলায়মান সেলিম

ঢাকা-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সোলায়মান সেলিম বিজয়ী হয়েছেন।

তিনি নৌকা প্রতীক নিয়ে ৬৩ হাজার ৮১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন (লাঙ্গল) পেয়েছেন ৭ হাজার ৩০৮ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় ও রিটার্নিং অফিসার কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।

ঢাকা-৭ আসনের অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নূরজাহান বেগম ২৮১, বাংলাদেশ সুপ্রিম পার্টির আফসার আলী ৬১৮, ন্যাশনাল পিপলস পার্টির মাসুদ পাশা ৪২৯, জাসদের ইদ্রিস বেপারী ২৯৭ ভোট পেয়েছেন।

এই আসনে মোট ভোট পড়েছে ৭৪ হাজার ৩২২টি। বৈধ ভোট ৭২ হাজার ৭৫০টি। ভোটের হার ২১ দশমিক ৬৬ শতাংশ।

আরএমএম/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।