ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার


প্রকাশিত: ০৭:৩৯ এএম, ২১ ডিসেম্বর ২০১৪

ছাত্রদলের পদবঞ্চিত দুই নেতা আনিসুর রহমান তালুদকার খোকন ও আবু সাঈদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছেন বিএনপি। রোববার  তাদের বহিষ্কারাদেশ প্রত্যহার করে নেওয়া হয়।

বিএনপি সূত্রে জানা গেছে, বহিস্কারাদেশ প্রত্যাহারের পর আজ থেকে তারা দলে রয়েছেন। যথারীতি দলের হয়ে কাজ করবেন।

সম্প্রতি ঢাকা মহানগর ছাত্রদলের নতুন কমিটি গঠন করার পর এ কমিটি নিয়ে ছাত্রদলের অনেক নেতাকর্মী তাদের মেনে নেবেন না বলে অনেক মিছিল মিটিং করেন। এরই ধারাবাহিকতায় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুদকার খোকন ও সাবেক সহ-সভাপতি আবু সাঈদের নেতৃত্বে বিএনপি নেতাদের গাড়িতে ভাঙচুর চালানো হয়। এর এক পর্যায়ে আনিসুর রহমান ও আবু সাঈদকে দল থেকে বহিষ্কার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।