বিদায় ২০২২

শায়লা জাবীন
শায়লা জাবীন শায়লা জাবীন
প্রকাশিত: ০৮:২৭ এএম, ০২ জানুয়ারি ২০২৩
ছবি: জাগো নিউজ

বছরের শেষ সূর্যাস্ত। ২০২২ শেষ হয়ে গেলো নানা ঘটনায়, নানা জল্পনায়, নানা কল্পনায়, কিছু যন্ত্রণায়, খানিকটা মায়ায়...

বেশ গরম ছিল আজ, দুপুরের পর থেকে রোদ্র তপ্ত ও ফুটন্ত। গিয়েছিলাম ফ্রাঙ্কস্টোন বিচে। অবগাহন ও বছরের শেষ সূর্যাস্ত দেখতে। মেলবোর্ন সিটি থেকে দক্ষিণ দিকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে ফ্রাঙ্কস্টোন সিটির ঢালে অবস্থিত খুবই শান্ত স্নিগ্ধ সুন্দর একটা বিচ যা ২৪ ঘণ্টাই খোলা থাকে।

বাচ্চাদের জন্য খুবই ভালো, কম ঢেউ, স্বচ্ছ বালুকাময় অনেক সুযোগ-সুবিধা সম্পন্ন একটা বিচ।

সুযোগ সুবিধা সমূহ:
বারবিকিউয়ের ব্যবস্থা, বোটিং ফেসিলিটিস, ক্যাফে, কার পার্ক, কোচ পার্কিং, পিকনিক এরিয়া, পাবলিক টয়লেট ইত্যাদি।

বিদায় ২০২২

অ্যাক্টিভিটিস সমূহ:
ক্যানোয়িং, সাইকেলিং, সেইলিং, সুইমিং, সেলফ গাইডেড ইত্যাদি।

সুতরাং ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য খুবই ভালো একটা বিচ...

বিদায় ২০২২

গরমের জন্য বাচ্চারা মহা আনন্দে পানিতে ডুব দিয়ে আছে, কেউ সাঁতার কাটছে, কেউবা খুব মনোযোগ দিয়ে বালি ঘর বানাচ্ছে যদিও জানে একটু পরই ভেঙে যাবে স্রোতের তোড়ে অথবা নিজেরই খেয়ালে তবুও কি মনোযোগ!
নিজেই গড়ে, নিজেই ভাঙ্গে
ভাঙা গড়ার নিয়ম মেনে...

বিদায় ২০২২

আমি পানিতে পা ডুবিয়ে বসে বসে ভাবছি এই যে সূর্যটা ডুবে যাবে একটু পর, সেই সুর্যটাই তো কাল উঠবে...নতুন সূর্য না, কিন্তু বলা হবে নতুন বছরের নতুন সূর্য।

সময়ের হিসেবে যে একটা বছর চলে যায় ৩৬৫ দিন পর যাকে আমরা একটা বছর বলি, চন্দ্র সূর্যের সঙ্গে পৃথিবীর পরিভ্রমণ গণনা করেই এই হিসেব।

বিদায় ২০২২

এভাবেই একটার পর একটা বছর বিদায় নেয়, বিদায় নেয় কিছু চেনা মুখ পৃথিবী থেকে, বিদায় নেয় জীবন থেকে, কেউ কেউ আবার মন থেকে।

jagonews24

সময়ের পরিক্রমায় খুব ভাগ্যবান কারোর জীবনে হয়তো কেউ যোগ হয় শুভাকাঙ্খী হয়ে, এদের মাঝে খুব অল্প মানুষই থেকে যায় জীবনে স্বার্থ ছাড়া অবিচল ছায়া হয়ে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ হয়ে ঠিক যেমন এই সূর্যটা। প্রতিনিয়ত আশার আলো হয়ে ডুবে গিয়েও বারবার ফিরে ফিরে আসে।

২০২৩ এর প্রথম সূর্যদয় সবার জীবনে প্রতাপ, মানবিকতা, দৃঢ়তা, শক্তি আর ভালোবাসা নিয়ে আসুক সেই প্রতাশায়।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]