মুশফিকুল ফজল আনসারী

ফ্যাসিবাদের চিহ্ন থাকবে কি না এ সিদ্ধান্ত একমাত্র জনগণের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৪ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
মুশফিকুল ফজল আনসারী/ফাইল ছবি

বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের চিহ্ন থাকবে কি না সেই সিদ্ধান্ত কেবল দেশের জনগণের বলে মন্তব্য করেছেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৪টা ৯ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এ কথা বলেন।

আনসারী লিখেছেন, ‘বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের চিহ্ন থাকবে কি না, কিংবা ব্যক্তিকেন্দ্রিক পূজা-অর্চনার স্থান টিকে থাকবে কি না—এ সিদ্ধান্ত একমাত্র দেশের জনগণের। তবে আমার প্রশ্ন, অগণিত ছাত্র-জনতার রক্ত যাদের হাতে, সেই নরপিশাচরা ও তাদের নেত্রী এত স্পর্ধা দেখায় কীভাবে? এই সাহস আসে কোথা থেকে?’

তিনি বলেন, ‘যারা এমন অপরাধ করেছে, যার সর্বোচ্চ শাস্তি হলেও ক্ষতি পূরণ হবার নয়, তাদের প্রতি কি কোনো সহানুভূতি প্রদর্শনের সুযোগ থাকতে পারে?’

এই রাষ্ট্রদূত আরও লিখেছেন, ‘শুধু ইট-বালু-পাথরের কংক্রিটই ফ্যাসিবাদের চিহ্ন? রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাঁকে বাঁকে এবং সুশীল সমাজের আবরণে হাসিনা সরকারের দোসরদের ঘাপটি মারা অবস্থান কি ফ্যাসিবাদের চিহ্ন নয়?’

‘এ মতামত একান্তই আমার ব্যক্তিগত।’ শেষে যোগ করেন তিনি।

কেএইচ/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।