১৫ ছক্কায় ২৩৮ রানের পাহাড় লখনৌর
ভিতটা গড়ে দিলেন দুই ওপেনার মিচেল মার্শ আর এইডেন মার্করাম। তার ওপর দাঁড়িয়ে তাণ্ডব চালালেন নিকোলাস পুরান। এই তিন ব্যাটারের ১৫ ছক্কায় ভর করে কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে ৩ উইকেটে ২৩৮ রানের পাহাড় গড়েছে লখনৌ সুপার জায়ান্টস।
ইডেন গার্ডেনসে টস জিতে লখনৌকে ব্যাটিংয়ে পাঠানোই যেন কাল হয়েছে। দুই ওপেনার মার্শ আর মার্করাম ৬২ বলে গড়েন ৯৯ রানের জুটি। ২৮ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৪৭ করে আউট হন মার্করাম।
মার্শ করেন ৪৮ বলে ৮১। ঝোড়ো ইনিংসে ৬ চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান এই অলরাউন্ডার। এরপর পুরান-শো। আর কয়েকটা বল পেলে হয়তো সেঞ্চুরিটাই করে ফেলতেন।
৩৬ বলেই ৮৭ রানের হার না মানা এক টর্নেডো ইনিংস খেলেছেন পুরান। ৭টি বাউন্ডারির সঙ্গে যে ইনিংসে ছিল ৮টি ছক্কার মার।
কলকাতার হর্ষিত রানা ২ উইকেট পেলেও খরচ করেন ৫১ রান। আন্দ্রে রাসেল ২ ওভারে ৩২ দিয়ে নেন একটি উইকেট।
এমএমআর/এএসএম