অস্তিত্ব রক্ষার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ০২ মে ২০২৫

হারলেই বাদ। আইপিএলে চলতি মৌসুমে নিজেদের অস্তিত্ব রক্ষায় লড়াই আজ সানরাইজার্স হায়দরাবাদের। 'ডু অর ডাই' ম্যাচে তাদের প্রতিপক্ষ টেবিলের সেরা চারে থাকা গুজরাট টাইটানস।

শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাঁচামরার লড়াইয়ে টসভাগ্য সহায় হয়েছে হয়দারাবাদের। টস জিতে ফিল্ডিং নিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স।

এখন পর্যন্ত ৯ ম্যাচের মাত্র ৩টিতে জিতেছে হায়দরাবাদ। বর্তমানে তাদের অবস্থান টেবিলের নিচের দিক থেকে দুই নম্বরে। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচসহ বাকি সবগুলো ম্যাচ জিততে হবে কামিন্সদের।

অন্যদিকে ৯ ম্যাচে ৬ জয়ে টেবিলের চারে অবস্থান করছে শুবমান গিলের দল গুজরাট।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।