প্লে-অফে এক পা রাখতে ২১৯ রানের পুঁজি পাঞ্জাবের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৮ মে ২০২৫

জিতলেই প্লে-অফে এক পা রাখতে পারবে পাঞ্জাব কিংস। এমন ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫ উইকেটে ২১৯ রানের পুঁজি গড়েছে এমন পর্যন্ত ট্রফি না জেতা ফ্র্যাঞ্চাইজিটি। এরইমধ্যে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া রাজস্থানের শেষটা ভালো করতে দরকার ২২০ রানের।

পাকিস্তানের সঙ্গে তুমুল সামরিক উত্তেজনার জেরে ৯ দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার ফের শুরু হয় আইপিএল। কিন্তু ওইদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। একটি বলও মাঠে গড়াতে পারেনি।

তবে আজ রোববার অবশ্য বেশ ভালোভাবেই প্রথম ইনিংসের খেলা হয়েছে। রৌদ্রোজ্জ্বল জয়পুরে সময়মতোই মাঠে নামে দুই দল। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রেয়াস আইয়ার।

শুরুতে হোঁচট খেলে মাঝের দিকে দারুণ ব্যাটিং করে পাঞ্জাব। দলীয় ৩৪ রানে তিন টপঅর্ডার প্রিয়ানশ আর্য, মিচেল উইয়েন ও প্রভশিমরন সিংয়ের পতনের পর ম্যাচ ধরেন নেহাল ওয়াধেরা ও শ্রেয়াস আইয়ার। অধিনায়ক আইয়ার অবশ্য ইনিংস বড় করতে পারেননি। ২৫ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন তিনি।

ওয়াধেরা খেলেন ৩৭ বলে ৭০ রানের দারুণ ইনিংস। পাঞ্জাবের পুঁজি দুইশ পেরিয়ে নিতে বড় অবদান শশাঙ্ক সিংয়ের। ৩০ বলে ৫৯ রানের হার না মানা এক ইনিংস খেলেন ডানহাতি এই মারকুটে ব্যাটার। তার সঙ্গে ৯ বলে ২১ রানের অসাধারণ ফিনিশিং দেন আজমত উল্লাহ ওমরজাই।

রাজস্থানের হয়ে ২ উইকেট শিকার করেন তুষার দেশপাণ্ডে।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।