পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজের দুই ম্যাচ বাতিল
আগামী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার জেরে এই ভবিষ্যৎ হুমকিতে পড়েছিল। কেউ কেউ সিরিজ বাতিলের শঙ্কাও প্রকাশ করেছিলেন।
কিন্তু না, শেষ পর্যন্ত পাকিস্তান সফরে যাচ্ছেই বাংলাদেশ। আজ মঙ্গলবার স্থানীয় গণমাধ্যম জিওসুপারকে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি জানিয়েছে, প্রাথমিকভাবে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ নির্ধারিত থাকলেও এখন তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। অর্থাৎ দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। একইসঙ্গে প্রাথমিক সূচিতে দুটি ভেন্যুর (ফয়সালাবাদ ও লাহোর) কথা উল্লেখ করা হলেও সেটি এখন একটিতে নেমে এসেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিন ম্যাচের সবগুলোই লাহোরে আয়োজন করবে পাকিস্তান। শিগগিরই এ সিরিজের সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে পিসিবি।
দুবাইয়ে পিসিবি চেয়ারম্যান মাহসিন নকভি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ ও অন্যতম পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীনের মধ্যে দীর্ঘ বৈঠকের পর এই সফর নিশ্চিত হয়।
সফল আলোচনার মাধ্যমে উভয় বোর্ডই দুটি টি-টোয়েন্টি কমানোর বিষয়ে সম্মত হয়েছে। এ সিরিজ দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সফর চূড়ান্ত করায় বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পিসিবি চেয়ারম্যান।
প্রাথমিকভাবে ২১ মে দুই দলে বিভক্ত হয়ে পাকিস্তান যাওয়ার কথা ছিল বাংলাদেশের। ২৫ মে ফয়সালাবাদে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি হওয়ার পরিকল্পনা ছিল।
উল্লেখ্য, আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুসারে পাকিস্তানের বিপক্ষে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো প্রস্তুতির লক্ষ্য নিয়ে ওয়ানডে সিরিজ বাদ দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলার বিষয়ে সম্মত হয় বিসিবি ও পিসিবি।
বাংলাদেশ দল এখন আরব আমিরাতে। স্বাগতিক দেশটির সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলার কথা ছিল লিটন দাসদের। এরই মধ্যে দুটি ম্যাচ শেষও হয়ে গেছে। তবে এই সিরিজে একটি ম্যাচ বাড়িয়েছে বাংলাদেশ, যা আগামী ২১ অনুষ্ঠিত হবে।
পাকিস্তান সফরের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
এমএইচ/এমএস