টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠালো আরব আমিরাত

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২১ মে ২০২৫

টানা তৃতীয় ম্যাচে এসেও টস হারলো বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম টস জিতে তৃতীয়বারের মত প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানালেন বাংলাদেশ দলকে।

প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করেছিলো ১৯১ রান। জবাবে ১৬৪ রান করেছিল আরব আমিরাত। বাংলাদেশ জয় পায় ২৭ রানে। দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করেছিল ২০৫ রান। কিন্তু এবার হেরে যায় টাইগাররা। আরব আমিরাত জয় পায় ২ উইকেটে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজকের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মূলত সূচিতে ছিল না। পরে দুই দেশের বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বাড়ানো হয়। সে হিসেবে আজ সিরিজ নির্ধারণী লড়াই। বাংলাদেশকে আজ আরব আমিরাতের বিপক্ষে নামতে হচ্ছে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে।

এই ম্যাচের একাদশ থেকে বাদ পড়লেন নাজমুল হোসেন শান্ত, তানভির ইসলাম ও নাহিদ রানা। পরিবর্তে একাদশে ফিরিয়ে আনা হয়েছে পারভেজ ইমন, হাসান মাহমুদ ও শেখ মেহেদী হাসান।

বাংলাদেশ একাদশ

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও হাসান মাহমুদ।

আরব আমিরাত একাদশ

মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আকিফ রাজা, আলিশান শরাফু, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), আসিফ খান, ধ্রুব পারাসার, মুহাম্মদ জোহাইব, হায়দার আলি, এথান ডি’সউজা, মাতিউল্লাহ খান, সগির খান।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।