ইংল্যান্ড সফরে জায়গা হচ্ছে না শামির!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩ এএম, ২৩ মে ২০২৫

সামনে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে এই সিরিজ দিয়েই। আর সেই সিরিজ থেকেই ৩৪ বছর বয়সী ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে বাদ দেওয়া হতে পারে শোনা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এমন খবর।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্টে দাবি করা হয়েছে, এখনও শামি পুরোপুরি ফিট হননি। গত বছরই তার গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছিল। এরপর তিনি মাঠে ফিরলেও এখনও পুরো ফিটনেস ফিরে পাননি। সেই কারণেই তাকে ইংল্যান্ড সফরের দলে নিয়ে যাওয়া হবে না।

অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার-গাভাস্কার ট্রফিতে যখন জাসপ্রিহ বুমরাহ একদমই সাপোর্ট পাননি বাকি বোলারদের থেকে। তখন শামিকে মিস করছিল ভারতীয় দল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে শামি দলে ফিরলেও তার ফিটনেসে ঘাটতি যে রয়েছে, সেটা ভালোই বোঝা যাচ্ছে।

আইপিএলেও এবার একদমই ছন্দে নেই সানরাইজার্স হায়দারাবাদে খেলা এই পেসার। নির্বাচক কমিটি মনে করছে, শামির এই মূহূর্তে টেস্ট ক্রিকেট খেলার মতো ফিটনেস নেই। দীর্ঘ স্পেল করতে হবে ইংল্যান্ডের সবুজ পেস সহায়ক উইকেটে। সেটা না করতে পারলে শামিকে সেদেশে নিয়ে যাওয়ারও কোনও মানে খুঁজে পাচ্ছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

নির্বাচকরা তাই আর্শদীপ সিংয়ের কথা ভাবছেন। কারণ শামি শেষবার ২০২৩ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্য ওভালে বোলিং করেছিলেন। এরপর থেকে চোটাঘাতে ভুগতে থাকা শামি আর কোনও টেস্ট খেলেননি। সেক্ষেত্রে শামি না থাকলে ইংল্যান্ডে যেতে পারেন আর্শদীপ সিং অথবা হরিয়ানার পেসার অংশুল কম্বোজ। গত বছর কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন আর্শদীপ, অন্যদিকে কম্বোজকে ভারতীয় 'এ' দলের হয়ে ইংল্যান্ডে নিয়ে যাচ্ছে বোর্ড।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।