প্রথম টি-২০

বাটলার ঝড়ে উড়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৪ এএম, ০৭ জুন ২০২৫

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিলো ইংল্যান্ড। এবার টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে শাই হোপের ওয়েস্ট ইন্ডিজকে। ২১ রানের জয়ে সিরিজে শুভ সূচনা করলো ইংলিশরা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে ইংলিশরা। জস বাটলার ঝড় তোলেন তিনি করেন ৯৬ রান। জবাব দিতে নেমে লিয়াম ডসনের বিধ্বংসী বোলিংয়ের মুখে ৯ উইকেটে ১৬৭ রানে থেমে যেতে বাধ্য হয় ক্যারিবীয়রা।

চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে টস জেতেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। শুরুতে বেন ডাকেটের (১) উইকেট হারালেও জেমি স্মিথ এবং জস বাটলার ঝড় তোলেন। ৮ ওভারে তারা দলীয় স্কোরকে উন্নীত করেন ৯৫ রানে। এ সময় আউট হন জেমি স্মিথ। ২০ বলে ৩৮ রান করেন তিনি।

এরপর হ্যারি ব্রুক ৬ রান করে, টম ব্যান্টন ৩ রান করে আউট হওয়ার পর জ্যাকব বেথেলকে নিয়ে ঝড় অব্যাহত রাখেন বাটলার। দলের ১৭৬ রানের মাথায় আউটর হন তিনি। আফসোস মাত্র ৪টি রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ৫৯ বলে ৬ বাউন্ডারি এবং ৪ ছক্কা মেরে ৯৬ রান করে আউট হন বাটলার।

জ্যাকব বেথেল ২৩ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। ইনিংসের একেবারে শেষ বলে ৯ রান করে রানআউট হন উইল জ্যাকস। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। রোমারিও শেফার্ড নেন ২ উইকেট।

জবাব দিতে নেমে ক্যারিবীয় ব্যাটারদের কেউ খুব বড় কোনো ইনিংষ খেলতে পারেননি। সর্বোচ্চ ২৩ বলে ৩৯ রান করেন এভিন লুইস। এছাড়া ২০ বলে ২৪ রান করেন রস্টোন চেজ। রোমারিও শেফার্ড এবং জ্যাসন হোল্ডার ১৬ রান করে সংগ্রহ করেন। আন্দ্রে রাসেল ১৩ বলে করেন ১৫ রান।

নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকটে হারিয়ে ১৬৭ রান তুলতে সক্ষম হয় ক্যারিবীয়রা। লিয়াম ডসন ৪ ওভার ২০ রান দিয়ে নেন ৪ উইকেট। ম্যাথিউ পটস ৪৮ রান দিয়ে এবং জ্যাকব বেথেল ২৭ রান দিয়ে নেন ২টি করে উইকেট।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।