ইংল্যান্ড সিরিজ শুরুর আগে পান্তকে নিয়ে বড় দুশ্চিন্তায় ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১১ পিএম, ০৯ জুন ২০২৫

খুব বেশি সময় হাতে নেই। ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। নতুন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল এই সিরিজে খেলতে নামবে। তার আগে টিম ইন্ডিয়ার জন্য বড় দুশ্চিন্তার খবর। অনুশীলন করার সময় চোট পেয়েছেন রিশাভ পান্ত।

বেকেনহ্যামে অনুশীলনের সময় বাঁ হাতে চোট পেয়েছেন পান্ত। রেভস্পোর্টজের প্রতিবেদন অনুসারে, বলটি আঘাতের কারণে পান্তকে প্রচণ্ড ব্যথায় দেখা গেছে এবং দলের ডাক্তার তাকে আইস প্যাক প্রয়োগ করেছেন।

বিজ্ঞাপন

পান্তের হাতে ব্যান্ডেজ করা হয়েছে। নেট সেশনের বাকি সময় তিনি উপস্থিত থাকতে পারেননি। ফলে দুশ্চিন্তা বেড়েছে ভারতীয় শিবিরে।

যদি পান্ত পুরোপুরি ফিট না হন, তাহলে ভারতীয় দল ধ্রুব জুরেলকে উইকেটরক্ষক হিসেবে খেলাতে পারে। টেস্ট সিরিজ শুরুর আগে ভারতের জাতীয় দল ১৩ জুন থেকে ভারত 'এ' দলের বিরুদ্ধে একটি আন্তঃস্কোয়াড ম্যাচ খেলবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।