নেই মিরাজ, শ্রীলঙ্কা দলে দুই হাতে বোলিং করা স্পিনারের অভিষেক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ এএম, ১৭ জুন ২০২৫

গল টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। জ্বরের কারণে বাংলাদেশ দলে নেই মেহেদী হাসান মিরাজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক এই অলরাউন্ডার গেল তিন বছরে এই প্রথম একাদশের বাইরে।

অন্যদিকে শ্রীলঙ্কা দলে দুইজনের অভিষেক হয়েছে।

মজার বিষয় হলো- লঙ্কান দলে অভিষেক হওয়া দুইজনের একজন আবার দুই হাতে বোলিং করতে (অ্যাম্বিডেক্সট্রাস) পারেন। রহস্যস্পিনার বলা যায় তাকে। তার নাম থারিন্দু রথনায়েক। গলে আজ অভিষেক ক্যাপ পরা অন্যজন হলেন টপঅর্ডার ব্যাটার লাহিরু উদারা।

ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে টেস্টে ফিরেছেন বাংলাদেশ পেসার এবাদত হোসেন। পুরোপুরি ফিট না থাকায় এবারের স্কোয়াডে নেই বাংলাদেশের মূল পেসারদের অন্যতম তাসকিন আহমেদ। এছাড়া মাহমুদুল হাসান জয় বাদ পড়ায় দলে কোনো অতিরিক্ত ওপেনারও নেই।

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ।

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), মিলান রত্নায়েকে, থারিন্দু রথনায়েক, প্রবাত জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো।

 

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।