মাত্র ২ রানের জন্য ১৫০ রানের মাইলফলক ছুঁতে পারলেন না শান্ত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১১ এএম, ১৮ জুন ২০২৫

সতীর্থ মুশফিকুর রহিম প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তর কাছে ২০০ রানের ইনিংসের আশাবাদ ব্যক্ত করেছিলেন। ১৩৬ রান নিয়ে গল টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে যেভাবে দেখেশুনে খেলছিলেন শান্ত, তাতে সমর্থকদেরও চাওয়া ছিল মুশফিকের মতোই।

কিন্তু মাত্র ২ রানের জন্য ১৫০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি শান্ত। দ্বিতীয় দিনের সপ্তম ওভারে শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোর বলে ড্রাইভ করতে চেয়েছিলেন শান্ত। কিন্তু শর্টটি ভালো হয়নি। মিডঅফে অ্যাঞ্জেলো ম্যাথিউজের হাতে ক্যাচ হয়ে যায়।

২৭৯ বলে ১৪৮ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন শান্ত। এতে ভাঙে চতুর্থ উইকেটে বাংলাদেশের ২৬৪ রানের অনবদ্য জুটি।

এর আগে অবশ্য টেস্ট ক্যারিয়ারে একবার ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেছেন শান্ত। সেটিও শ্রীলঙ্কার বিপক্ষেই, পাল্লেকেলেতে ২০২১ সালে। টেস্ট ক্যারিয়ারের সপ্তম ম্যাচে ১৬৯ রান করেছিলেন বাঁহাতি ব্যাটার।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৯৮ ওভারের খেলা শেষে ৪ উইকেটে ৩১০ রান। মুশফিকুর রহিম ১১১ আর লিটন দাস ০ রানে অপরাজিত।

এর আগে গতকাল মঙ্গলবার প্রথম দিনে ৩ উইকেটে ২৯২ রান করে বাংলাদেশ।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।