অভিষেক টেস্টের দলকে সংবর্ধনা দেবে বিসিবি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২০ পিএম, ১৯ জুন ২০২৫

সাধারণত বোর্ড মিটিংয়ের পর প্রেস মিট হয়। কখনো বোর্ড প্রধান, আবার কোনো সময় মিডিয়া কমিটি চেয়ারম্যান বোর্ড মিটিং শেষে কথা বলেন। কিন্তু আজ বৃহস্পতিবার কেউ কথা বললেন না।

বৃহস্পতিবার বিকেল ৩টায় বোর্ড সভা ছিল। কিন্তু সভা শেষ হওয়ার পরেও কেউ কথা বলেননি। জানা গেছে, কাল না হয় পরশু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই ব্রিফ করবেন মিডিয়ায়।

আগেই জানা, টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছরকে স্মরণীয় করে রাখার উদ্যোগ নিয়েছে বিসিবি। টেস্ট মর্যাদা পাওয়ার আগের ও সেই সময়ের ক্রিকেটার, সংগঠক, কোচ, পৃষ্ঠপোষক ও সাংবাদিকদের সম্মাননা জানানোর কথাও বলা হয়েছে।

আগামী ২৬ জুন হলো আইসিসিসির কাছ থেকে আনুষ্ঠানিক টেস্ট মর্যাদা প্রাপ্তির দিন। বিসিবি সেই দিনটিকে স্বর্ণাক্ষরে লিখে রাখতে চায়। সেই টেস্টের রজতজয়ন্তীর দিনটিকে সামনে রেখেই আজ ১৯ জুনের বোর্ড সভা ডাকা হয়েছিল।

ক্রিকেট অনুরাগীদের মনে প্রশ্ন, আজকের সভায় কী আলোচনা হলো? কি কি সিদ্ধান্তইবা নেওয়া হলো? খোঁজ নিয়ে জানা গেছে, টেস্টের রজতজয়ন্তী সামনে রেখে আজ দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
১. ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে ঢাকা স্টেডিয়ামে অভিষেক টেস্ট খেলা দলকে সংবর্ধনা জানানো হবে।
২. সব বিভাগীয় ক্রিকেট কার্যালয়ে ক্ষুদে মনিদের দিয়ে একটি আকর্ষণীয় অনুষ্ঠান আয়োজন।

বলে রাখা ভালো, নাইমুর রহমান দুর্জয়ের অধিনায়কত্বে ২০০০ সালের নভেম্বরে ঢাকা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় বাংলাদেশের। সে টেস্টে আরও খেলেছিলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মেহরাব হোসেন অপি, হাবিবুল বাশার, আমিনুল ইসলাম, আকরাম খান, আল শাহরিয়ার রোকন, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত ও বিকাশ রঞ্জন দাস।

দলটির হেড কোচ ছিলেন সারোয়ার ইমরান। অধিনায়কত্ব করেছেন নাইমুর রহমান দুর্জয়। আর ম্যানেজারের দায়িত্ব পালন করেন সে সময়ের বোর্ডকর্তা আজিজ আল কায়সার টিটো।

বলার অপেক্ষা রাখে না, আওয়ামী লিগের সাবেক সাংসদ ও সাবেক বোর্ড পরিচালক নাইমুর রহমান দুর্জয় শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে লোকচক্ষুর আড়ালে। তাকে এনে সংবর্ধিত করা সম্ভব কিনা, তা নিয়ে জেগেছে প্রশ্ন।

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।