উইকেট কিছুটা স্লো, আশা করি ঘুরে দাঁড়াতে পারব: সাদমান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ২৫ জুন ২০২৫

গল টেস্টে দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ। ব্যাটারদের কল্যাণে দাপুটে ড্র করে টাইগাররা। তবে কলম্বো টেস্টের প্রথম দিন সেই ব্যাটাররাই করলেন হতাশ। ৮ উইকেটে ২২০ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে সফরকারীরা, নেই কোনো ফিফটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন সাদমান ইসলাম। দিন শেষে দলের প্রতিনিধি হয়ে তিনিই সংবাদ সম্মেলনে আসেন। সাদমানের মতে, গলের সঙ্গে কলম্বোর উইকেটে কিছুটা পার্থক্য আছে। তাই ঘুরে দাঁড়ানোর আশায় আছেন তারা।

সাদমান বলেন, ‘উইকেট কিছুটা স্লো। আমরা হয়তো ভালোই যাচ্ছি। ইনশাল্লাহ আশা করছি ভালো বল করলে কামব্যাক করতে পারব। উইকেট ভালোই ছিল। মুভমেন্ট তেমন ছিল না। আমরাই উইকেট ছুঁড়ে দিয়ে এসেছি। ইনশাল্লাহ দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারব আমরা।’

সাদমান বললেন, ব্যাটাররা উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। কেন?বাঁহাতি এই ওপেনারের জবাব, ‘কেউ তো আর ইচ্ছা করে আউট হতে চায় না। হয়তো আমরা ব্যাটাররা সবাই সেট হয়ে আউট হয়েছি, হয়তো এটা আমাদের খারাপ দিন ছিল। ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় ইনিংসে ভালোভাবে কামব্যাক করব।’

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।