ডাবল সেঞ্চুরিতে ইতিহাস অধিনায়ক গিলের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০০ পিএম, ০৩ জুলাই ২০২৫

অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছেন। তাতেই ইতিহাস শুভমান গিলের।

ভারতের প্রথম অধিনায়ক হিসাবে টেস্টে ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। টেস্টে এটা শুভমানেরও প্রথম ২০০ রানের ইনিংস।

এর আগে টেস্টে গিলের সর্বোচ্চ ইনিংসটি ছিল ১৪৭ রানের। চলতি সিরিজেই ইংল্যান্ডের বিপক্ষে লিডসে প্রথম টেস্টে এই ইনিংস খেলেছিলেন ভারতীয় অধিনায়ক।

টেস্টে এটি শুভমানের সপ্তম সেঞ্চুরি ও প্রথম ডাবল। এখন পর্যন্ত ২২৯ রানে অপরাজিত আছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বার্মিংহ্যাম টেস্টে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ৫০৩ রান।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।