গ্রেনাডা টেস্ট

৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২১ পিএম, ০৩ জুলাই ২০২৫

গ্রেনাডার সেন্ট জর্জেস টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। উসমান খাজা আর স্যাম কনস্টাস শুরুটা ভালোই করেছিলেন।

১০.৩ ওভারের উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৪৭ রান। এরপরই ধাক্কা। খাজাকে ব্যক্তিগত ১৬ রানে এলবিডব্লিউ করেন ক্যারিবীয় পেসার আলজেরি জোসেফ।

পরের ওভারে কনস্টাস হন আরেক পেসার অ্যান্ডারসন ফিলিপের শিকার। উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরার আগে কনস্টাস করেন ২৫।

জোসেফ এরপর শূন্য রানেই আউট করেছেন স্টিভেন স্মিথকেও। টপ এজ হয়ে ফাইন লেগে ধরা পড়েন অভিজ্ঞ এই ব্যাটার। বিনা উইকেটে ৪৭ থেকে ৫০ রানেই ৩ উইকেটে পরিণত হয়েছে অস্ট্রেলিয়া।

এমএমআর

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।