স্মিথ-ব্রুকের সেঞ্চুরি, ভারতের বিপক্ষে পাল্টা লড়াই ইংল্যান্ডের

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ০৪ জুলাই ২০২৫

এজবাস্টন টেস্টে ভারতের বিপক্ষে চাপের মুখে দাঁড়িয়ে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন জেমি স্মিথ ও হ্যারি ব্রুক। এর মধ্যে স্মিথ সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছেন মাত্র ৮০ বলে। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে যা যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

এর আগে ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বনিম্ন ৭৬ বলে সেঞ্চুরি করেছিলেন জিএল জেসপ। এরপর ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৭ বলে তিন অংক স্পর্শ করেছিলেন জনি বেয়ারেস্টো। আর তৃতীয় রেকর্ডটি এতদিন এককভাবে ছিল ব্রুকের। ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে ৮০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

ব্রুক ও স্মিথের দৃঢ়তায় ভারতীয়দের বিপক্ষে পাল্টা লড়াইয়ে মেতেছে ইংল্যান্ড।

এই প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ডের সংগ্রহ ৫৭ ওভারের খেলা শেষে ৫ উইকেটে ২৯০ রান। স্মিথ ১৩০ আর ব্রুক ১০৪ রানে অপরাজিত। ভারত থেকে এখন ২৯৭ রান পিছিয়ে আছে ইংলিশরা।

প্রথম ইনিংসে ভারতের পাহাড়সম ৫৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল ইংল্যান্ড। মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিক। চতুর্থ উইকেটে ৫৯ রানের জুটি করে ইংলিশদের কিছুটা এগিয়ে দেন জো রুট ও হ্যারি ব্রুক।

৪৬ বলে ২২ করে রুট আউট হলে আবারও ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড। এরপর ব্যাটিংয়ে নেমে গোল্ডেন ডাক (১ বলে ০) মারেন অধিনায়ক বেন স্টোকস। এতে আরও চাপে পড়ে যায় ইংল্যান্ড।

এরপর ষষ্ঠ উইকেটে চাপের মুখেই ঘুরে দাঁড়ান ব্রুক ও স্মিথ। ২০৬ রানের অবিচ্ছিন্ন জুটি করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা।

এর আগে আজ শুক্রবার ৭৭ রানে ৩ উইকেট নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।