আবারও ব্যর্থ সাকিব, ৮১ রানে অলআউট হয়ে বড় হার দুবাইয়ের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৮ এএম, ১৪ জুলাই ২০২৫

গ্লোবাল সুপার লিগে আবারও ব্যর্থ হলেন সাকিব আল হাসান। টানা দ্বিতীয় হারের তিক্ত স্বাদ পেল তার দল দুবাই ক্যাপিটালস। আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে খেলতে নেমে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৫৭ রানে হেরেছে দুবাই। ব্যাট হাতে ৫ বলে ৪ রান আর বল হাতে ৪ ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন সাকিব।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান করে গায়ানা। জবাবে ব্যাট করতে নেমে দুবাই ক্যাপিটালস অলআউট হয় মাত্র ৮১ রানে, ১৮.৪ ওভারে।

১৩৯ রানের লক্ষ্য তাড়ায় ৩৬ রানে ৩ উইকেট হারায় দুবাই। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ইংলিশ স্পিনার মঈন আলির বলে বোল্ড হন সাকিব। দুবাইয়ের হয়ে সর্বোচ্চ ২৬ রান (১৮ বলে) করেন নিরোশান ডিকওয়ালা। ওপেনার সিদিকুল্লাহ আতাল ২৫ রান করেন (১৫ বলে)।

এর আগে গায়ানার হয়ে ৪০ রান করেন মঈন আলি। শারফেন রাদারফোর্ড করেন ৩৩ রান।

চলতি টুর্নামেন্টে দারুণ শুরু করেছিল সাকিবের দুবাই। উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিকসকে ২২ রানে হারিয়েছিল তারা। অপরাজিত ৫৮ রানের সঙ্গে ৪ উইকেট শিকার করে ম্যাচের সেরা পারফরমার ছিলেন সাকিব।

দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ওই ম্যাচে হোবার্ট হ্যারিকেন্সের কাছে ৭ উইকেটের হারে ব্যাট হাতে ১০ বলে ৭ আর বল হাতে ছিলেন উইকেটশূন্য। এই ম্যাচেও একই ধরনের পারফরম্যান্স করলেন টাইগার অলরাউন্ডার।

৪ উইকেট শিকার করে গায়ানাকে (৩ ম্যাচে ৪ পয়েন্ট) টেবিলের শীর্ষে তুলতে বড় অবদান রাখেন দক্ষিণ আফ্রিকার সাবেক স্পিনার ইমরান তাহির। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে দুবাই।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।