ত্রিদেশীয় সিরিজ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরু নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০২ পিএম, ১৬ জুলাই ২০২৫

জিম্বাবুয়ের মাটিতে একের পর এক কীর্তি গড়ে যেন উড়ছিল দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের টেস্ট সিরিজে একগাদা রেকর্ড গড়ে জয় পেয়েছিল প্রোটিয়ারা। এরপর নিউজিল্যান্ডকে নিয়ে শুরু হলো ত্রিদেশীয় টি-২০ সিরিজ। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হলো দুই শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। এই ম্যাচেই কঠিন পরীক্ষা দিতে হলো রাশি ফন ডার ডুসেনের দলকে এবং এই পরীক্ষায় ফেল করলো তারা ২১ রানের ব্যবধানে। অর্থ্যাৎ, দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করলো নিউজিল্যান্ড।

হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে তারা। জবাব দিতে নেমে ১৮.২ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

টস জিতেছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক রাশি ফন ডার ডুসেন। টস জিতে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল সান্তনারকে। ব্যাট করতে নেমে শুরুতেই অবশ্য উইকেট হারায় নিউজিল্যান্ড। ৭ বলে ৯ রান করে আউট হন ডেভন কনওয়ে। ১৬ বলে ২২ রান করেন টিম সেইফার্ট।

চার নম্বরে নামা ড্যারিল মিচেল ৫, মিচেল হয় ৩ বলে ২ এবং জেমস নিশাম শূন্য রানে আউট হয়ে যান। জুটিটা গড়েন মূলত টিম রবিনসন ও বেভন জ্যাকবস। ৭০ রানে ৫ উইকেট হারানোর পর এ দু’জনের ব্যাটে গড়ে ওঠে ১০৩ রানের অপরাজিত জুটি। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। যদিও উদ্বোধনী জুটিতে ৩৪ রান তুলে ফেলেন লুয়ান দ্রি প্রিটোরিয়াস ও রিজা হেন্ডরিক্স। ১২ বলে ১৬ রান করে হেন্ডরিক্স আউট হলে এ জুটি ভাঙে। এরপরই একে একে উইকেট পড়তে তাকে দক্ষিণ আফ্রিকার।

১ রান করে আউট হন তিন নম্বরে নামা রুবিন হারম্যান। চার নম্বরে ব্যাট করতে নামা সেনুরান মুথুসামি ৭ রান করে আউট হয়ে যান। ৬ রান করে বিদায় নেন রাশি ফন ডার ডুসেন। তিনি অবশ্য রানআউট হন। ২৭ রান করে আউট হন লুয়ান দ্রি প্রিটোরিয়াস।

৬২ রানে ৫ উইকেট পড়ার পর মিডল অর্ডারে ডেওয়াল্ড ব্রেভিস ও জর্জ লিন্ডে মিলে দারুণ একটি জুটি গড়েন। ৫৯ রানের এই জুটি গড়ার পর ৩০ রান করে আউট হন জর্জ লিন্ডে। ১৮ বলে ৩৫ রান করে আউট হন ডেওয়াল্ড ব্রেভিস। শেষ দিকে এসে ১৭ রান করে আউট হন জেরার্ল্ড কোয়েৎজে। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ১৫২ রান করে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ৩টি করে উইকেট নেন। ২ উইকেট নেন ইস শোধি। ১ উইকেট নেন মিচেল সান্তনার।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।