গ্লোবাল সুপার লিগ

সাকিবের দুবাইকে বিদায় করে ফাইনালে রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪৫ এএম, ১৭ জুলাই ২০২৫
পাকিস্তানের ইফতিখার আহমেদকে নিয়ে ঝড় তোলেন নুরুল হাসান সোহান

গ্লোবাল সুপার লিগে আজ (বুধবার) গায়নার প্রোভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হলো বিপিএলের দল রংপুর রাইডার্স ও সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালস। তবে, শ্বাসরুদ্ধকর এই ম্যাচে রংপুর কেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেটা বুঝিয়ে দিলো সাকিব আল হাসানের দলকে। নুরুল হাসান সোহানদের কাছে ৮ রানের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন সাকিব আল হাসানরা, টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে রংপুর রাইডার্স।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নুরুল হাসান সোহানের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে রংপুর রাইডার্স সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান। জবাবে ১৯.২ ওভারে ১৫০ রানে অলআউট হয়ে যায় সাকিবের দুবাই ক্যাপিটালস।

এ নিয়ে গ্লোবাল সুপার লিগে টানা তিন ম্যাচের সবগুলোতে জিতে ফাইনালে উঠে গেল বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ৫ দলের এই লিগে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

সাকিবের দল ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে এবং বিদায় নিশ্চিত করে ফেলেছে তারা। ফাইনালের বাকি দল কে হবে, সে লড়াই আপাতত অ্যামাজন, হোবার্ট হ্যারিকেন্স ও সেন্ট্রাল ডিস্ট্রিক্টের মধ্যে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়েছিল রংপুর রাইডার্স। ১ রান করে আউট হন ওপেনার ইবরাহিম জাদরান। তবে সৌম্য সরকার আর কাইল মায়ার্সের ব্যাটে ঘুরে দাঁড়ায় রংপুর। ২৮ বলে ৩৬ রান করে আউট হন সৌম্য। ১১ বলে ১৯ রান করেন কাইল মায়ার্স। মাহিদুল ইসলাম অঙ্কন ১৫ বলে করেন ১১ রান। ১৩ বলে ৮ রান আউট হন আজমতউল্লাহ ওমরজাই।

পাকিস্তানের ইফতিখার আহমেদকে নিয়ে ঝড় তোলেন নুরুল হাসান সোহান। ৩২ বলে ৫৪ রানের জুটি গড়েন তারা। ৩২ বলে ৪১ রান করেন ইফতিখার আহমেদ। ১৮ বলে ৩৪ রান করেন নুরুল হাসান সোহান। ৪ ওভারে ১৬ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব আল হাসান।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দুবাই ক্যাপিটালস। সেদিকুল্লাহ অটল সর্বোচ্চ ৩৮ রান করেন। ২৭ রান করেন সঞ্জয় কৃষ্ণমুর্তি। ২২ রান করেন রোহান মোস্তফা। সাকিব আল হাসান আউট হন ৭ বলে ৩ রান করে।

রংপুর রাইডার্সের হয়ে ৩ উইকেট নেন সাইফ হাসান। ২ উইকেট নেন খালেদ আহমেদ ও ১টি করে উইকেট নেন কাইল মায়ার্স, ইফতিখার আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই ও রাকিবুল হাসান।

আইএইচএস/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।