দক্ষিণ আফ্রিকাকে পাত্তাই দিলো না নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২৩ জুলাই ২০২৫

দুই দলই ফাইনাল নিশ্চিত করেছে আগেই। ফলে ম্যাচটি ছিল নিয়মরক্ষার। তবে ফাইনালের আগে এর গুরুত্বপূর্ণ ব্যাপক। কারণ জিম্বাবুয়ে চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলবে এই ম্যাচের দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাই।

যে কারণে দর্শকরা ভেবেছিলেন দু'দলের লড়াইয়ে জমে উঠবে ম্যাচটি, মূল ফাইনালের আগে দেখা যাবে আরও একটি ফাইনাল। কিন্তু ম্যাচটি হয়ে গেছে একপেশে। দক্ষিণ আফ্রিকাকে পাত্তাই দেয়নি নিউজিল্যান্ড, হারিয়েছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে।

মঙ্গলবার হারারেতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৩৪ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৭ উইকেট আর ২৫ বল হাতে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

আরও পড়ুন-

আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার হয়ে রিজা হেনড্রিক্স ৩৭ বলে ৪১, জর্জ লিন্দে ১৫ বলে ২৩ করেন। বাকিদের কেউ ২০ রানের কোটা স্পর্শ করতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট শিকার করেন জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে ও মিচেল স্যান্টনার।

১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের হয়ে ৬৬ রানের (৪৮ বলে) অপরাজিত ইনিংস খেলেন ওপেনার টিম সেইফার্ট। তার এক ইনিংসেই ম্যাচ বেরিয়ে আসে। সেইফার্টের সঙ্গে ২০ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন ড্যারিল মিচেল। এছাড়া ১৯ রান করেন ওপেনার ডেভন কনওয়ে।

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে ২ উইকেট শিকার কনের সেনুরান মুথুসামি।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।