এসিসি সভা

ভারত-শ্রীলঙ্কা অনলাইনে, বাকিরা ঢাকায় সশরীরে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:২২ এএম, ২৪ জুলাই ২০২৫

‘ঢাকায় যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা হওয়ার কথা ছিল, তা কি হবে? ভারত, শ্রীলঙ্কা আর আফগানিস্তান নাকি সভা বয়কট করছে? তিন টেস্ট খেলুড়ে দেশ বা দেশের ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা না আসলে কি এসিসির সভা আদৌ হবে? কোরাম কি পূর্ণ হবে?’ গত কয়েকদিন ধরে ক্রিকেটভক্তদের মনে এমন কিছু প্রশ্ন জমেছে।

বিষয়টি নিয়ে অনেক গুঞ্জন, তির্যক ও নেতিবাচক কথাবার্তা হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দুবাই ও সিঙ্গাপুরে এসিসি ও আইসিসি সভা শেষে দেশে ফিরে জাগো নিউজকে তিনদিন আগেই জোর দিয়ে বলেছেন, এসিসি সভা ঢাকাতেই হবে। আগামী ২৩ জুলাই অনানুষ্ঠানিক, আর ২৪ জুলাই আনুষ্ঠানিক এসিসি সভা হবে ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে।

শেষ পর্যন্ত বিসিবি সভাপতির কথাই ঠিক। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসছে এসিসির বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

আমিনুল ইসলাম বুলবুল ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন আজ সকালে জাগো নিউজকে এসিসির সভার খবর নিশ্চিত করেছেন।

আরও পড়ুন-

বুলবুল বৃহস্পতিবার সকালে জাগো নিউজকে জানিয়েছেন, এই অঞ্চলের পাঁচ টেস্ট খেলুড়ে দেশের তিন দেশ- বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান সরাসরি এসিসির এই বার্ষিক সাধারণ সভায় অংশ নেবে। এসব দেশের বোর্ডের শীর্ষ কর্মকর্তারা সশরীরে এসেছেন।

পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি (এসিসিরও প্রেসিডেন্ট) গতকাল বুধবারই ঢাকায় এসেছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহীও (সিইও) এখন রাজধানীতে অবস্থান করছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) কর্মকর্তারা সশরীরে না উপস্থিত থাকলেও অনলাইনে এজিএমে যুক্ত হবেন।

মোট ১৩ থেকে ১৪টি দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা সশরীরে উপস্থিত থেকে এতে অংশ নিবেন। বাকি দেশগুলোর প্রতিনিধিত্ব থাকবে অনলাইনে।

আমিনুল ইসলাম বুলবুলের শেষ কথা, ‘কয়েকটি দেশ অনলাইনে অংশ নিলেও এসিসির পরিপূর্ণ এজিএমই হচ্ছে আজ। পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ তথা বিসিবি বড় ভূমিকা পালন করছে।’

এআরবি/এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।